মৌলভীবাজারে বিশ্ব দৃষ্টি দিবস ২০১৯ পালিত


স্টাফ রিপোর্টার: “সবার আগে দৃষ্টি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে মৌলভীবাজারে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার ১০ অক্টোবর সকাল সাড়ে দশটায় দাতা সংস্থা আন্ধেরী হিলফী জার্মানী, অরবিস ইন্টারন্যাশনাল ও বিএনএসবি চক্ষু হাসপাতাল এর আয়োজনে প্রেসক্লাব সম্মুখ থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি কোর্ট রোড এলাকা ঘুড়ে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালীতে চক্ষু হাসপাতালের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।

পরে পৌরসভা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ। এ ছাড়া উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ শাহজাহান কবির চৌধুরী, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, বিএনএসবি চক্ষু হাসপাতালের সহ সভাপতি এডভোকেট মুজিবুর রহমান মুজিব, সাধারণ সম্পাদক সৈয়দ মসাহিদ আহমদ চন্নু, যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক আবদুল হামিদ মাহবুব, কার্যকরী কমিটির সদস্য সৈয়দ হেদায়েত উল্লাহ বেলাল।

আরো উপস্থিত ছিলেন সাংবাদিক, এনজিও প্রতিনিধি, যুব রেক্রিসেন্ট সদস্য, স্কাউটস ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সকাল ১১ ঘটিকা থেকে শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একটি পেডিয়াট্রিক ক্যাম্পের আয়োজন করা করা হয়। এতে প্রায় ৬শ জন শিক্ষার্থী বিনামূল্যে চিকিৎসা, ঔষধ ও প্রয়োজনীয় ক্ষেত্রে চশমা প্রদান করা হয়।

Post a Comment

Previous Post Next Post