প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো দুর্গা উৎসব


স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হল হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহত উৎসব দূর্গা পূজা। ৪ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের পাঁচ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর মহাসপ্তমী, মহাঅষ্টমী ও মহানবমীতে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ ধর্মীয় নানা অনুষ্ঠান পালন করেন। বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে এ আনুষ্ঠানিকতা শেষ হয়।
৮ অক্টোবর মঙ্গলবার বিকেলে শহরের গুরুত্বপূর্ণ সড়ক দেবী দুর্গা ও অন্যান্য দেব-দেবী সহ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে দেবী দুর্গা ও অন্যান্যদের বিসর্জন দেয়া হয় শহরের চাঁদনীঘাট এলাকায় মনুনদীতে।
জেলায় ১০১৪ টি পূজামন্ডপে পূজা অনুষ্ঠিত হয়। এ বছর দূর্গাদেবী ঘোড়ায় চড়ে আগমন করেছেন এবং ঘোড়ায় চড়ে গমন করছেন।

Post a Comment

Previous Post Next Post