এমদাদুর রহমান চৌধুরী জিয়া: সিলেটের জৈন্তাপুরে জায়গা দখলের বিষয়ে নতুন কিছু না হলেও কবরস্থানের জায়গা পর্যন্ত প্রভাবশালীদের দখলে তা জানতো না অনেকেই। উচ্ছেদ মামলা ২৯/২০১৫-১৬ এর প্রেক্ষিতে আজ বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম সিলেট এর আদেশ মোতাবেক জৈন্তাপুরের চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাঠি মৌজার ১ নং খাস খতিয়ানের ৩০৯ দাগের মোট ৩.৭৮ একর কবরস্থান শ্রেণি রকম ভূমি হতে একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন জৈন্তুাপুর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌরিন করিম।
জৈন্তাপুরের ইউএনও কবরস্থান দখলকারীদের কবল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে নিশ্চিত করেছেন।
জৈন্তাপুরের ইউএনও কবরস্থান দখলকারীদের কবল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে নিশ্চিত করেছেন।