নির্দিষ্ট সময়ে হবে বুয়েটে ভর্তি পরীক্ষা

অনলাইন ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ভর্তি পরীক্ষা নির্দিষ্ট সময়ে ‍অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ১৩ ও ১৪ অক্টোবর দু’দিন আন্দোলন শিথিলের ঘোষণা দেয় বুয়েটের আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শনিবার দুপুর আড়াইটায় বুয়েট শহীদ মিনার চত্বরে সাংবাদিকদের সামনে তারা এ ঘোষণা দেন।
আন্দোলনকারীরা বলেন, ১৪ অক্টোবর বুয়েটের ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে অনুষ্ঠিত হোক, সেটা আমরা চাই।
ভর্তি পরীক্ষার যেন সুষ্ঠুভাবে হয় সেই কারণে আন্দোলন শিথিল করা হয়েছে।

আন্দোলনকারীরা আরও জানান, ১০ দফা দাবিতে আমাদের আন্দোলন চলবে। তবে, যেহেতু সারা দেশ থেকে শিক্ষার্থী বুয়েটে পরীক্ষা দিতে আসবে। সে কারণে আমরা এ দু’দিন শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা করবো। তবে, এ দু’দিনের অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। আমাদের আন্দোলন চলবে।

Post a Comment

Previous Post Next Post