ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল


অনলাইন ডেস্কঃ ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে শুক্রবার ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় প্রায় এক লাখ বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। এতে অনেক অবকাঠামো ভস্মীভূত হয়েছে।

দাবানল নিয়ন্ত্রণে আনতে কয়েকদিন লাগতে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে। খবর এএফপির। দমকল কর্মকর্তারা জানান, শুক্রবার সন্ধ্যা নাগাদ ছড়িয়ে পড়া এ দাবানল লস অ্যাঞ্জেলেস কেন্দ্রের প্রায় ২০ কিলোমিটার উত্তরে অবস্থিত সান ফার্নান্ডো ভ্যালির বিভিন্ন এলাকার ৭ হাজার ৫৪২ একর ভূমি গ্রাস করে ফেলে।
এছাড়া দাবানলে কমপক্ষে ৩১ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা একেবারে পুড়ে গেছে বলেও জানান তারা। দমকল কর্মকর্তারা আরও জানান, পোর্টার র‌্যাঞ্চ এলাকায় নিজের বাড়ির আগুন নেভানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ৫০ বয়সের এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার রাতে সিলমার নগরীতে আগুন ছড়িয়ে পড়ার পর তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

Post a Comment

Previous Post Next Post