টানা ১৮ ওয়ানডে জিতে বিশ্বরেকর্ড


স্পোর্টস ডেস্কঃ ব্রিসবেনে বুধবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলংকাকে নয় উইকেটে হারিয়ে বিশ্বরেকর্ড গড়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা। নারী ক্রিকেটের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা ১৮ ওয়ানডে জিতেছে তারা। চামারি আতাপাত্তুর সেঞ্চুরির পরও আট উইকেটে ১৯৫ রানে থেমে যায় শ্রীলংকার ইনিংস।

জবাবে অ্যালিসা হিলির হার না-মানা ১১২ রানের ইনিংসে ভর করে ২৬.৫ ওভারেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

এর আগে টানা জয়ের রেকর্ডও ছিল অস্ট্রেলিয়ার মেয়েদের। ১৯৯৭ থেকে ১৯৯৯ পর্যন্ত টানা ১৭টি ম্যাচ জিতেছিল বেলিন্দা ক্লার্কের দল। ছেলে-মেয়ে মিলিয়ে ওয়ানডে ক্রিকেটে টানা জয়ের রেকর্ডও অস্ট্রেলিয়ারই দখলে।

২০০৩ সালে রিকি পন্টিংয়ের অজেয় অস্ট্রেলিয়া জিতেছিল টানা ২১টি ওয়ানডে। এখন পর্যন্ত সেটিই কোনো দলের টানা ওয়ানডে জয়ের রেকর্ড।

Post a Comment

Previous Post Next Post