চলতি মাসে হতে পারে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট


স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল ইউনুস বলেছেন, হয়তো এ মাসেই প্লেয়ার্স ড্রাফট হয়ে যাবে। তা না হলে নভেম্বরের প্রথম সপ্তাহে ড্রাফট হতে পারে।

এ বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। তাই এবারের বিপিএলে কোনো ফ্রাঞ্চাইজি থাকছে না। সব দলের স্বত্ব থাকবে বিসিবির অধীনে।

সোমবার বিসিবি পরিচালক বলেন, বঙ্গবন্ধুর নামে এবারের বিপিএল উৎসর্গ করা হচ্ছে। এখানে লাভ-ক্ষতির হিসাব করা হচ্ছে না।

বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আরও বলেন, পাঁচটি প্রতিষ্ঠান স্পন্সর হওয়ার জন্য বিসিবিতে সাক্ষাৎকার দিয়েছে। তাদের মধ্যে চারটি প্রতিষ্ঠান মোটামুটি নিশ্চিত। তিনটি বাকি। বাকিগুলোর মধ্যে আমরা তিন-চারদিনের মধ্যে সাক্ষাৎকার নেব। এরপর সাতটি দল নিশ্চিত করে ফেলব।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, টিম স্পন্সরদের সঙ্গে সমন্বয় করে ক্রিকেট বোর্ড দল করবে। এর জন্য বাড়তি খরচ বোর্ড দেবে। যদি কোনো স্পন্সর পার্টনার চায়, ভালো খেলোয়াড় আনতে চায় সেটা তারা পারবে।

Post a Comment

Previous Post Next Post