নিউজ ডেস্কঃ সিলেট
নগরী, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলা থেকে পৃথক অভিযান করে দেড়লাখ
ভারতীয় মুদ্রা, বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে তাদের আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মোস্তফা নগর গ্রামের নাজির উদ্দিন ও জালাল মিয়া নামে দুইজনকে ১৬০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার করা হয়। শনিবার তাদের বিরদ্ধে দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শাহপরাণ (রহ.) থানার মেজরটিলা এলাকার ইসলামপুর এলাকা থেকে ৩৪ পিচ ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ মোহাম্মদপুরের মো. রাহেল উদ্দিন ও বগুড়ার গারামারার রিপন মিয়া নামে দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে।
এছাড়া জৈন্তাপুর সীমান্ত সংলগ্ন ডিবির হাওড় এলাকা থেকে ঘিলারতৈল গ্রামের আবুল কালামের ছেলে ইউসুফ মিয়াকে ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের ভারতীয় মুদ্রাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় এসআই মিজানুর রহমান বাদি হয়েছে মামলা করেছেন। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মোস্তফা নগর গ্রামের নাজির উদ্দিন ও জালাল মিয়া নামে দুইজনকে ১৬০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার করা হয়। শনিবার তাদের বিরদ্ধে দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শাহপরাণ (রহ.) থানার মেজরটিলা এলাকার ইসলামপুর এলাকা থেকে ৩৪ পিচ ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ মোহাম্মদপুরের মো. রাহেল উদ্দিন ও বগুড়ার গারামারার রিপন মিয়া নামে দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে।
এছাড়া জৈন্তাপুর সীমান্ত সংলগ্ন ডিবির হাওড় এলাকা থেকে ঘিলারতৈল গ্রামের আবুল কালামের ছেলে ইউসুফ মিয়াকে ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের ভারতীয় মুদ্রাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় এসআই মিজানুর রহমান বাদি হয়েছে মামলা করেছেন। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।