এমপিওভুক্ত হলো কুলাউড়ার যেসব শিক্ষা প্রতিষ্ঠান


নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দীর্ঘ কাঙ্ক্ষিত ঘোষণা দিয়েছেন আজ বুধবার (২৩ অক্টোবর) গণভবনে দুপুর ১২টায়। এই সিদ্ধান্ত গত জুলাই থেকে কার্যকর হবে।

প্রধানমন্ত্রীর ঘোষনায় মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় যে কয়টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকায় আছে সেগুলো হলোঃ

উচ্চ মাধ্যমিক (স্কুল এন্ড কলেজ): 
১। ভুকশীমইল স্কুল এন্ড কলেজ

মাধ্যমিক বিদ্যালয়: 
১। শাহজালাল উচ্চ বিদ্যালয়।
২। সিংগুর উচ্চ বিদ্যালয়, বরমচাল।

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়:
১। লক্ষীপুর মিশন উচ্চ বিদ্যালয়- কুলাউড়া।
২। সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়।
৩। ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাজার।
৪। লংলা উচ্চ বিদ্যালয়।
৫। মাষ্টার সরাফত আলী উচ্চ বিদ্যালয়।
৬। লংলা পাল্লাকান্দি উচ্চ বিদ্যালয়।

মাদ্রাসা (দাখিল, আলিম ও ফাজিল):
১। বরমচাল হযরত খন্দকার রহঃ দাখিল মাদ্রাসা।
২। ভাটেরা দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসা।
৩। রবিরবাজার দারুসসুন্নাহ ইসলামিয় আলীম মাদ্রাসা।
৪। ভুকশীমইল দারুল উলুম আলীম মাদ্রাসা।
৫। মনসুর মোহাম্মদীয় সিনিয়র ফাযিল মাদ্রাসা।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্রও জানিয়েছিল, এবার দুই হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হচ্ছে। সেগুলোর মধ্যে স্কুল ও কলেজের সংখ্যা এক হাজার ৬৫১, মাদরাসার সংখ্যা ৫৫৭ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৫২২। সম্পূর্ণ নতুন স্কুল-কলেজ এমপিওভুক্ত হয়েছে ৬৮০টি এবং নতুন স্তর এমপিওভুক্ত হচ্ছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৯৭১।

নতুন এমপিওভুক্তির মধ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৪৩৯টি, মাধ্যমিক বিদ্যালয় ১৪৬টি, স্কুল অ্যান্ড কলেজ দুটি এবং কলেজ ৯৩টি। আর স্তর এমপিওভুক্ত হয়েছে এমন প্রতিষ্ঠানের মধ্যে মাধ্যমিক বিদ্যালয় ৮৪৯টি, স্কুল অ্যান্ড কলেজ ৬৬টি এবং কলেজ ৫৬টি।

সূত্র মতে, নতুন এমপিওভুক্ত দাখিল মাদরাসার সংখ্যা ৩৫৯, নতুন স্তর এমপিওভুক্ত হচ্ছে এমন প্রতিষ্ঠানের মধ্যে আলিম ১২৭টি, ফাজিল ৪২টি ও কামিল ২৯টি। কারিগরির সব প্রতিষ্ঠানই নতুন এমপিওভুক্ত হচ্ছে। এর মধ্যে কৃষি ৬২টি, ভোকেশনাল স্বতন্ত্র ৪৮টি, ভোকেশনাল সংযুক্ত ১২৯টি, বিএম স্বতন্ত্র ১৭৫টি এবং বিএম সংযুক্ত ১০৮টি প্রতিষ্ঠান।

জানা যায়, সর্বশেষ ২০১০ সালে এক হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল। এর পর থেকে শিক্ষকরা এমপিওভুক্তির জন্য আন্দোলন করে আসছেন। এমনকি সংসদ সদস্যরাও এমপিওভুক্তির জন্য জাতীয় সংসদে একাধিবার বলেছেন।

গত বছরের জুন মাসে এমপিও নীতিমালা জারি করার পর শিক্ষা মন্ত্রণালয় এমপিওভুক্তির জন্য দুটি কমিটি গঠন করে। অনলাইনে আবেদন নেওয়ার পর তা যাচাই-বাছাইয়ে দীর্ঘ সময় লাগে। তবে চলতি অর্থবছরের বাজেটে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য বরাদ্দ রাখা হয়েছে বলে জানানো হয়।

Post a Comment

Previous Post Next Post