পাখির সঙ্গে ধাক্কা, ‘ময়ুরপঙ্খী’র জরুরি অবতরণ


নিউজ ডেস্কঃ উড্ডয়নের পর পাখির সঙ্গে ধাক্কা লাগার কারণের রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ‘ময়ুরপঙ্খী’।

১৫৬ জন যাত্রী নিয়ে সোমবার সিঙ্গাপুরগামী ময়ুরপঙ্খী উড্ডয়নের পর এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিমানের বিজি ০৮৪ নম্বর একটি ফ্লাইট (ময়ুরপঙ্খী উড়োজাহাজ) সকাল ৮টা ২৫ মিনিটে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে। এ সময় পাখির সঙ্গে ধাক্কা লাগার কারণে পাইলট কোনো প্রকার ঝুঁকি না নিয়ে বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারে জরুরি বার্তা পাঠিয়ে উড়োজাহাজটি পুনরায় ঢাকায় ফেরত নিয়ে আসেন। নিরাপদে অবতরণ করায় যাত্রীদের কোনো সমস্যা হয়নি। পরে ওই যাত্রীদের সকাল সাড়ে ১০টায় বিমানের একটি বিশেষ ফ্লাইটে সিঙ্গাপুর পাঠানো হয়।

তাহেরা খন্দকার আরও জানান, পাখির সঙ্গে ধাক্কা লাগায় উড়োজাহাজটি পরীক্ষা-নিরিক্ষার জন্য বিমানের হ্যাঙ্গারে রাখা হয়। ফ্লাইটটিতে ১৫৬ যাত্রী ছাড়াও পাইলট-ক্রুসহ সাতজন ছিলেন।

Post a Comment

Previous Post Next Post