বিমানের সার্ভিস সুপারভাইজার বরখাস্ত


অনলাইন ডেস্কঃ অসদাচরণের জন্য বরখাস্ত হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার কাজী গিয়াস উদ্দীন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মঙ্গলবার বিমানের পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

সেই আদেশে গিয়াস উদ্দীনকে তার অসদাচরণের কারণে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এছাড়াও কাজী গিয়াস উদ্দীনের বিরুদ্ধে মানবপাচারের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

বরখাস্তের অফিস আদেশে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার কাজী গিয়াস উদ্দীনের কারণে বিমানের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হয়েছে। তার আচরণ বিমানের চাকরিবিধির পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধের শামিল। তাকে অসদাচরণের কারণে বিমান কর্মচারী প্রবিধিনমালার ৫৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

কাজী গিয়াস উদ্দীনের অপরাধের ব্যাখ্যায় বলা হয়, তার (পি-৩৬৫৪১) সোমবার (২১ অক্টোবর) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাগেজ সার্ভিস ইউনিটে ডিউটি ছিল। কিন্ত তিনি কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই ভোর ৫টা ৪৪ মিনিট থেকে যাত্রী চেক-ইনের দায়িত্ব পালন করেন। সে সময় বিজি-০৮২ ফ্লাইটের যাত্রীদের চেক-ইন হচ্ছিল। পরে গিয়াস উদ্দীনের চেক-ইন করা চার যাত্রীকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সদস্যরা অফলোড করে আটক করেন।

Post a Comment

Previous Post Next Post