স্টাফ রিপোর্টারঃ
কুলাউড়া উপজেলার গাজীপুর চা বাগানে গর্ভবতী মহিলাদের কে নিয়ে মা সমাবেশ
অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফের অর্থায়নে পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট
(পিএইচডি) এর যৌন, প্রজনন স্বাস্থ্য, অধিকার, মা ও নবজাতকের স্বাস্থ্য
বিষয়ক (আইএমএসআরএইচআর এন্ড এমএনএইচ) কর্মসুচির আওতায় শতাধিক গর্ভবতী
মহিলাকে বিনামূল্যে ব্লাডগ্রুপিং, হিমোগ্লোবিন, ডায়াবেটিক ও এএনসি চেকআপ
করানো হয়।
২৭
অক্টোবর, রবিবার গাজীপুর চা বাগানের ব্যবস্থাপক শেখ কাজল মাহামুদ এর
সভাপতিত্বে 'পিএইচডি'র ইউনিয়ন ফেসিলেটর তানভীর রায়হানের পরিচালনায় অতিথি
হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি পরিবার পরিকল্পনা অফিসার লিয়াকত আলী,
উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক আব্দুল মজিদ চৌধুরী, ল্যাব ইনচার্য
সাইদুর রহমান চৌধুরী, 'পিএইচডি'র জেলা সমন্বয়কারী মকিম হোসেন, উপজেলা
সমন্বয়কারী আরিফুল ইসলাম, ইউনিয়ন ফেসিলেটর আব্দুল মানিক প্রমুখ।
উল্লেখ্য, মা সমাবেশে চিহ্নিত ঝুকিপুর্ণ মাকে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান ও অর্ধশতাধিক গর্ভবতী মায়েদের বিনামূল্যে ব্লাডগ্রুপিং, হিমোগ্লোবিন, ডায়াবেটিক ও এএনসি চেকআপ করা হয়।
উল্লেখ্য, মা সমাবেশে চিহ্নিত ঝুকিপুর্ণ মাকে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান ও অর্ধশতাধিক গর্ভবতী মায়েদের বিনামূল্যে ব্লাডগ্রুপিং, হিমোগ্লোবিন, ডায়াবেটিক ও এএনসি চেকআপ করা হয়।