মোস্তাফিজকে মিস করবে সাকিবরা


স্পোর্টস ডেস্ক: সীমিত ওভারের ক্রিকেটে গুরুত্ব দিয়ে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট দলে রাখা হয়নি মোস্তাফিজুর রহমানকে। তবে টেস্ট দলে না থাকলেও তাকে মিস করবে সাকিবরা। এমনটিই বলছেন জাতীয় দলের নতুন পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট।

শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপে বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ বলেন, ‘যদি কেউ মোস্তাফিজকে মিস না করে তাহলে বুঝতে হবে তার সমস্যা আছে। আমাদের এ ধরনের পরিস্থিতির সঙ্গেও মানিয়ে নিতে হবে। বিকল্প খেলোয়াড় নিশ্চিত করতে হবে। সামান্য চোট থাকলেও এ অবস্থায় খেললে সেটা আরও খারাপের দিকে নিয়ে যেতে পারে। তাই একটি ম্যাচ খেলার চেয়ে সামনে ত্রিদেশীয় সিরিজে তাকে পেতে চেয়েছে সবাই।’

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পেসারদের নিয়ে ল্যাঙ্গেভেল্ট আরও বলেন, ‘এখন পর্যন্ত যা দেখছি সেটা সন্তোষজনক। প্রস্তুতি ম্যাচের প্রথমদিনে আমি চিন্তিত হয়ে পড়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে আমি কীভাবে কাজ করতে চাই সেটা তারা ধরতে পেরেছে।’

প্রায় দুই বছর পর টেস্টে ফেরা তাসকিন আহমেদ প্রসঙ্গে বোলিং কোচ বলেন, ‘প্রস্তুতি ম্যাচের আগে তাকে নিয়ে বেশ উৎসাহী ছিলাম। প্রথমদিকে ভালো বোলিং করেছে। কিন্তু দ্বিতীয় দিনে নতুন বলে তাকে সংগ্রাম করতে হয়েছে। এটা হয়তো লম্বা সময় দলের বাইরে থাকা বা বেশি ক্রিকেট খেলতে না পারার কারণে হয়েছে।’

Post a Comment

Previous Post Next Post