কুলাউড়ার জয়চন্ডীতে বিদ্যুৎহীন পরিবারের মধ্যে সোলার বিতরন


স্টাফ রিপোর্টারঃ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুলাউড়া উপজে'লার জয়চন্ডী ইউনিয়নের বিদ্যুৎহীন ৪১টি পরিবারের মধ্যে সৌর সোলার বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর উদ্যোগে টিআর-কাবিখা প্রকল্প থেকে রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ইউপি কার্যালয়ে এ সোলার বিতরণ করা হয়।

মৌলভীবাজার জেলা যুবলীগের সাবেক সদস্য আবু মোহাম্ম'দের সভাপতিত্বে এবং ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল লতিফের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন জয়চন্ডি ইউনিয়নের চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু। সোলার সর্ম্পকিত বিভিন্ন তথ্যাবলি উপস্থাপন করে সাংসদের পক্ষ থেকে বক্তব্য দেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ৭নং ওয়ার্ড সম্পাদক সফিকুল ইস'লাম জাহেদ। এতে বিশেষ অ'তিথির বক্তব্য দেন জয়চন্ডি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. খালিক মিয়া, বিশিষ্ট রাজনীতিবিদ রুমেল আহমদ খাঁন, ইউপি সদস্য লোকমান আলী, ছাত্রনেতা নাহিদ হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জয়চন্ডী ইউনিয়নের সচিব মো. আব্দুল বারী, ইউপি সদস্য মনু মিয়া, বিমল দাস, আজমল আলী, শামীম আহম'দ খান, আমিরুন নেছা, সাংসদের অফিস সহকারী রুহেল আহম'দ, ছাত্র কল্যাণ পরিষদের রাজন আহম'দ, জোসেফ আহম'দ, আবির সিদ্দিক, ফেরদৌস মাহদি প্রমুখ।


Post a Comment

Previous Post Next Post