মসজিদে সৌদি হামলায় একই পরিবারের ৫ জন নিহত


অনলাইন ডেস্কঃ ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বলেছেন, দেশটির ওমরান প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় একটি পরিবারের পাঁচজন নিহত হয়েছেন।

আল-মাসিরাহ টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য জানিয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোট একটি মসজিদে হামলা চালায়। হামলা শুরু হওয়ার সময় নিহতরা ওই মসজিদে যাচ্ছিলেন। একই পরিবারের আরও দুটি শিশু নিখোঁজ রয়েছে।

তাদের খোঁজে ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চলছে। এ বিষয়ে সৌদি আরবের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এমন এক সময়ে এই হামলা চালানো হয়েছে, যার সপ্তাহখানেক আগে সৌদি আরবের দুটি তেল স্থাপনায় হুতি বিদ্রোহীদের হামলায় দেশটির তেল উৎপাদন অর্ধেকে নেমে পড়েছিল।

যদিও সৌদি ও যুক্তরাষ্ট্র ওই হামলার জন্য ইরানকে দায়ী করছে। ইরান বারবার সেই অভিযোগ অস্বীকার করে আসছে।

এদিকে শান্তি উদ্যোগের অংশ হিসেবে সৌদি আরবে সব ধরনের হামলা বন্ধ করার যে প্রস্তাব হুতি বিদ্রোহীরা দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ।

বিবিসি জানিয়েছে, এই প্রস্তাব যুদ্ধের সমাপ্তি ঘটানোর ইচ্ছার শক্তিশালী বার্তা দিতে পারে বলে এক বিবৃতিতে মন্তব্য করেছে জাতিসংঘ।

সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার এক সপ্তাহ পর হুতিরা এ প্রস্তাবটি দিয়েছে।

Post a Comment

Previous Post Next Post