কুলাউড়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের আগমনের শতবছর উদযাপন পরিষদের পরামর্শ সভা

নিউজ ডেস্কঃ কুলাউড়ায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আগমনের শত বছর উদযাপন পরিষদের এক পরামর্শ সভা শুক্রবার কুলাউড়া পৌরসভা মিলনায়তনে অনুষ্টিত হয়।
উদযাপন পরিষদের আহ্বায়ক ঢাকাস্থ কুলাউড়া উপজেলা সমিতির সভাপতি, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে ও সদস্য সচিব কুলাউড়া সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান এর পরিচালনায় সুধীজনের উপস্থিতিতে অনুষ্টিত সভায় দিবস উদযাপনে মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন পৌর মেয়র শফি আলম ইউনুছ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজরাতুন নাঈম, বিশিষ্ট লেখক ও রবীন্দ্র গবেষক অধ্যাপক নৃপেন্দ্র লাল দাশ, অধ্যক্ষ মোঃ আব্দুর রকিব, ড.রজত কান্তি ভট্টাচার্য, অধ্যক্ষ (ভারঃ) আতাউর রহমান, অধ্যক্ষ (ভারঃ) শাহ আলম সরকার, সহঃ অধ্যাপক জয়নাল আবেদিন, প্রধান শিক্ষক আমির হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাবেক সভাপতি সুশীল সেন গুপ্ত, জেলা আইনজীবি সমিতির সহ-সভাপতি এড.এটিএম মান্নান, বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ খুরশীদ উল্লাহ, কমরেড খন্দকার লুৎফুর রহমান, ব্যারিষ্টার আবু সাদেক আব্দুল্লাহ, কবি-সাহিত্যিক আহমদ সিরাজ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আব্দুল মোক্তাদির তোফায়েল, আ’লীগ নেতা আব্দুর রব মাহবুব, জেলা পিটিআই প্রশিক্ষক দীপাংকর মোহান্ত, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সম্পাদক মইনুল ইসলাম শামীম, প্রভাষক সিপার আহমদ, প্রভাষক খালিক উদ্দিন, প্রভাষক জালাল খান, লেখক ফৌজি চৌধুরী, বিশিষ্ট সংগঠক মাহবুব করিম মিন্টু, সফিক মিয়া আপিয়ান, ব্যাংকার এনাম উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা ব্যাপক জাক-জমকপুর্নভাবে শত বছর উদযাপনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে স্ব-স্ব মতামত ব্যক্ত করেন।

উল্লেখ্য বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৯ সালের নভেম্বর মাসে ৩ দিনের সফরে ভারতের করিমগঞ্জ থেকে ট্রেনযোগে সিলেট যাত্রাপথে কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ৪ নভেম্বর রাত্রি যাপন করেন ও পরের দিন সকালে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেন। এ ঐতিহাসিক মুহুর্তকে স্মৃতিচারন ও বর্তমান প্রজম্মকে জানান দেয়ার জন্য এ উদ্দোগ নেয়া হয়েছে বলে সদস্য সচিব উপাধ্যক্ষ আব্দুল হান্নান জানান।

Post a Comment

Previous Post Next Post