কুলাউড়ায় সাংবাদিকদের সাথে এডিশনাল এসপির মতবিনিময়


স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে বিদায়ী অতিরিক্ত এসপি ও নবাগত এসপির (কুলাউড়া সার্কেল) মতবিনিময় হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) রাতে থানা প্রাঙ্গণে বিদায়ী ও নবাগত অতিরিক্ত পুলিশ সুপার ছাড়াও কুলাউড়া থানা পুলিশ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পুলিশের আইজি ব্যাজ প্রাপ্ত কুলাউড়া সার্কেলের বিদায়ী অতিরিত্ত পুলিশ সুপার মো. আবু ইউছুফ সম্প্রতি পুলিশের মিশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১ বছরের জন্য মালি মিশন যেতে হচ্ছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন মো. সাদেক কাওছার দস্তগীর। তিনি তার দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা কামনা করেছেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী, ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম শামীম, দপ্তর সম্পাদক হারুনুর রশীদ ভুঁইয়া, কুলাউড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ,
সাংবাদিক সমিতির সভাপতি মুক্তাদির হোসেন, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম,  সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, নিউ নেশন প্রতিনিধি এম মছব্বির আলী, সংলাপের সহকারি বার্তা সম্পাদক ও ভোরের কাগজ প্রতিনিধি আব্দুল কুদ্দস, সীমান্তের ডাকের বার্তা সম্পাদক এস আলম সুমন, প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের, সময়ের আলো জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, বর্তমান প্রতিনিধি তারেক হাসান, সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক শরীফ আহমদ, পাতাকুঁড়ির ব্যুরো প্রধান এইচডি রুবেল, সীমান্তের ডাকের স্টাফ রিপোর্টার নাজমুল বারী সোহেল, আজকালের খবর প্রতিনিধি সুমন আহমদ, সিলেট ভিউ’র নিজস্ব প্রতিনিধি শাকির আহমদ, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, সীমান্তের ডাকের স্টাফ রিপোর্টার এনামুল আলম, মোতাহির আলম, জসিম উদ্দিন ও আমিনুল ইসলাম দিদার প্রমুখ।
উল্লেখ্য, কুলাউড়া সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে মো. সাদেক কাওছার দস্তগীর সিলেট এসএমপি থেকে বদলী হয়ে বুধবার (১১ সেপ্টেম্বর) কুলাউড়ায় যোগদান করেন।

Post a Comment

Previous Post Next Post