টানা বৃষ্টিতে ভারতে বন্যায় ৪৪ জনের প্রাণহানি


অনলাইন ডেস্ক: টানা বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ভারতের উত্তর প্রদেশ রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৪৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির ত্রাণ কমিশনের কর্মকর্তারা। বৃষ্টির কারণে বেশির ভাগ জেলায় স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে রবিবার পর্যন্ত ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকার কথা জানানো হয়েছে। গত শুক্রবার সকালে রিলিফ কমিশনের এক কর্মকর্তা জানান, বাড়ি ও দেয়ালধস, সাপের কামড়, পানিতে ডুবে এবং বজ্রপাতে রাজ্যের বিভিন্ন জেলায় গত বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যান রবীন্দ্র প্রতাপ শাহী বলেন, কর্তৃপক্ষ উপদ্রুত অঞ্চলে উদ্ধার ও ত্রাণ কাজের ওপর গুরুত্বারোপ করছে। এছাড়া ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে আগামী ৪৮ ঘণ্টায় আরো বৃষ্টির পূর্বাভাস থাকায় হাজার হাজার লোককে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছি।

Post a Comment

Previous Post Next Post