নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান


অনলাইন ডেস্কঃ নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কার মাঠ এলাকায় একটি জঙ্গি বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট আসলেই সাঁড়াশি অভিযান শুরু হবে। ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন এ তথ্য জানিয়েছেন।

জঙ্গি আস্তানা সন্দেহ ঘিরে রাখা বাড়িটি  বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা জয়নাল আবেদীনের। সকাল সাড়ে ৯টার দিকে বাসাটি থেকে তিন জনকে আটক করা হয়। এরা হলো জয়নাল আবেদীনের ছেলে ফরিদ উদ্দিন রুমি, ২৭, রুমির স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু (২২), রুমির ছোট ভাই জামাল উদ্দিন রফিক (২৩)।

এর আগে সোমবার সকাল ৭টা বাড়িটি ঘিরে রাখা হয়। বাড়ির আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। 

Post a Comment

Previous Post Next Post