অবশেষে ব্রিটিশ তেল ট্যাঙ্কারের সাত ক্রুকে মুক্তি দিল ইরান

অনলাইন ডেস্ক: পারস্য উপসাগরের হরমুজ প্রণালী থেকে আটক ব্রিটিশ তেল ট্যাঙ্কারের সাত ক্রুকে মুক্তি দিয়েছে ইরান।

বুধবার মুক্তির বিষয়টি জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি।
তিনি জানান, মানবিক প্রেক্ষাপট থেকে ব্রিটিশ জাহাজের কয়েকজন ক্রুকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব ক্রু এবং জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই বরং জাহাজটি ইরানের পানির সীমালঙ্ঘন করেছিল বলেই জাহাজ আটক করা হয়েছে।

ইরানের মুখপাত্র আরও জানান, ব্রিটিশ এসব ক্রু’র ব্যাপারে কিছু তদন্ত চালিয়ে এবং তাদের লাইসেন্স পরীক্ষা-নিরীক্ষা করার পর কোনো কোনো ক্রুকে তাদের স্বাভাবিক জীবন-যাপনের সুযোগ দেয়া হয়েছিল।

এর আগে গত জুলাইয়ে জিব্রাল্টার প্রণালীতে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর হাতে আটক হয়েছিল ইরানি সুপার তেল ট্যাঙ্কার ‘অ্যাদ্রিয়ানা দারিয়া-১ (আগের নাম ‘গ্রেস-১’)। এর জবাবে কয়েকদিনের মধ্যেই ইরানি বাহিনী আটক করে স্টেনা ইমপেরো। এই তেল ট্যাঙ্কারে ১৮ জন ভারতীয় নাগরিকসহ ২৩ জন ক্রু ছিলেন বলে জানা যায়।

Post a Comment

Previous Post Next Post