বড়লেখায় ফার্মেসীসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় অভিযান চালিয়ে দু’টি ফলের দোকান ও একটি ফার্মেসিসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন বড়লেখা থানার পুলিশ ফোর্স।

অভিযানকালে দাসের বাজারে অবস্থিত সালাউদ্দিনের ফলের দোকানকে ১ হাজার ৫শ টাকা, কবির হোসেনের ফলের দোকানকে ৫শ টাকা ও ফকির বাজার রোডে অবস্থিত দি ওয়াহিদ ফার্মেসিকে ১ হাজার ৫শ টাকাসহ মোট ৩ হাজার ৫শ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়।

ওজনে কম দেওয়া, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে এ সব জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।

Post a Comment

Previous Post Next Post