আইএস'র নতুন সংযোজন 'বোমারু গরু'


অনলাইন ডেস্ক: জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) আত্মঘাতী হামলার নতুন কৌশল হিসেবে এখন মানুষের পরিবর্তে গরুকে ব্যবহার করছে। সম্প্রতি ইরাকের আল ইসলাহ’র গ্রামের উত্তর পাশে বিস্ফোরক বেল্ট বাঁধা দুটো গরুকে ঘুরতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, নিজেদের দখলকৃত ভূখণ্ড হারিয়ে দুর্বল হয়ে পড়ায় এবং সদস্যসংখ্যা কমে যাওয়াতেই এই কৌশল নিয়েছে আইএস।

ইরাকের দিয়ালা প্রদেশের পুলিশ কমান্ডারের মুখপাত্র কর্নেল গালিব আল-আতিয়া বলেন, গরু দু'টো গ্রামের উপকণ্ঠে ঘেরাঘুরি করতে করতে বাড়িঘরের কাছে যাওয়ামাত্র রিমোট দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। এতে গরুগুলো মারা যায়। পাশাপাশি আশেপাশের বসতি ক্ষতিগ্রস্ত হয়। যদিও এতে মানুষ হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, ইরাকে বোমা হামলার জন্য গরুর মত প্রাণী ব্যবহার খুবই অদ্ভুত ব্যাপার। কারণ সেখানে দুধ এবং মাংসের জন্য প্রাণীর মূল্য অনেক। তবে এই হামলা নিশ্চিত করে যে, আইএস'র জনশক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে। এ কারণেই তারা এখন এমন বিকল্প পথে হাঁটছে।

Post a Comment

Previous Post Next Post