ইরানি সেই ট্যাংকারটি এবার আটকের নির্দেশ যুক্তরাষ্ট্রের


অনলাইন ডেস্ক: জিব্রাল্টারের সুপ্রিম কোর্টের নির্দেশে মুক্ত ইরানের সেই সুপার তেল ট্যাংকার গ্রেস-১ যখন নিজ দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিল তখন মার্কিন আদালত এটিকে আটকের নির্দেশ দিয়েছে।

জিব্রাল্টার উপকূলে অবস্থানরত ইরানি তেল ট্যাংকারটিকে এবার আটকের নির্দেশ দিয়েছে আমেরিকার কলম্বিয়ার আঞ্চলিক আদালত। খবর আরব নিউজের।

তেল ও জ্বালানি পণ্য রফতানির আয় দিয়ে সিরিয়াকে সহযোগিতা করার অভিযোগে এ নির্দেশ জারি করা হয়।

জিব্রাল্টার প্রণালীর আন্তর্জাতিক পানিসীমা থেকে গতমাসের গোড়ার দিকে ২১ লাখ ব্যারেল তেলবাহী ইরানের সুপার তেল ট্যাংকার গ্রেস-১ আটক করে যুক্তরাজ্য।

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ওই আটকের ঘটনাকে ব্রিটিশ জলদস্যুতা বলে অভিহিত করে ইরান। তবে জিব্রাল্টারের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার তেল ট্যাংকারটিকে মুক্ত করে দেয়ার নির্দেশ দেয়।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ট্যাংকারটির আটকাদেশ বৃদ্ধি করার আবেদন উপেক্ষা করে জিব্রাল্টারের আদালত ওই রায় দেয়।

Post a Comment

Previous Post Next Post