কাশ্মীর আগে যা ছিল, এখন যা হল


অনলাইন ডেস্কঃ কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করেছে নরেন্দ্র মোদী সরকার। এর ফলে জম্মু-কাশ্মীর ও লাদাখ আলাদা কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত হল।

বিলটি সোমবার রাজ্যসভায় পাশ হয়েছে। বুধবার এটি লোকসভায় পাশ হলেই রাজ্যের মর্যাদা হারিয়ে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত হতে যাচ্ছে কাশ্মীর।

৩৭০ ধারা বাতিলের ফলে কাশ্মীর আগে যা ছিল, এখন যা হল
 • আগে বিশেষ মর্যাদা ছিল, এখন কোনও বিশেষ মর্যাদা নেই।
• আগে এখানকার বাসিন্দাদের দ্বৈত্ব নাগরিকত্ব ছিল, এখন এক নাগরিকত্ব।
• আগে আলাদা নিজস্ব পতাকা ছিল, এখন শুধুমাত্র ভারতের ত্রিবর্ণ পতাকা।
• আগে ৩৬০ ধারা (অর্থনৈতিক জরুরি অবস্থা) কার্যকর ছিল না, এখন ৩৬০ (অর্থনৈতিক জরুরি অবস্থা) কার্যকর করা যাবে।
• আগে ৩৫৬ ধারা (সাধারণ জরুরি অবস্থা) কার্যকর ছিল না, এখন ৩৫৬ ধারা (সাধারণ জরুরি অবস্থা) কার্যকর করা যাবে।
• আগে অন্য রাজ্যের কেউ জমি কিনতে পারতেন না, এখন অন্য রাজ্যের যে কেউ জমি কিনতে পারবেন।
• আগে সংখ্যালঘু সংরক্ষণ ব্যবস্থা ছিল না, এখন সংখ্যালঘুরা সংরক্ষণের আওতায় আসবে।
• আগে তথ্যের অধিকার আইন কার্যকরী ছিল না, এখন তথ্যের অধিকার আইন কার্যকর হল।
• আগে বিধানসভার মেয়াদ ৬ বছর ছিল, এখন বিধানসভার মেয়াদ ৫ বছর।

জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হলে কী হবে? 

• আইন-শৃঙ্খলা রক্ষার ভার কেন্দ্রের হাতে থাকবে
• প্রয়োজনে আর্থিক জরুরি অবস্থা জারি করার ক্ষমতা থাকবে কেন্দ্রের হাতে।

Post a Comment

Previous Post Next Post