স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়ায় শহরের উছলাপাড়া সি এন জি পাম্পের পাশে ইসরাব হোটেলে বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবক উছলাপাড়ার আহমদ আলীর পুত্র তাজু মিয়া(৫০)। সে ইসরাব রেষ্টুরেন্টে কাজ করতো। শনিবার ( ১০আগষ্ট ) রাত ১১ টার দিকে কাজে থাকাবস্থায় দুধের পাত্র সরাতে গিয়ে পানির ফিল্টারে হাত লাগে, সেই ফিল্টারে বিদ্যুৎ সংযোগ থাকায় মাটিতে পড়ে যায়, সেই সময় হোটেলের কর্মচারীরা তাকে নিয়ে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কতর্ব্যরত ডাঃ জাকির হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার তদন্ত অফিসার সঞ্জয় চক্রবর্তী বলেন ধারনা করা হচ্ছে সেটা বিদ্যুতের সট থেকে তার মৃত্যু হয়েছে।
