মৌলভীবাজারে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৬০.৯৫


ইমাদ উদ দীন: এ বারের এইচএসসি পরীক্ষায় পাশের হার মৌলভীবাজারে ৬০.৯৫। এসএসসির পরিক্ষার্থীর সংখ্যা ছিল ১৫হাজার ৯শত ১৫জন। পাশ করেছে ৯ হাজার ৭শত ১জন। ছেলে শিক্ষার্থী  ৪হাজার ১শত ২১জন। মেয়ে শিক্ষার্থী ৫ হাজার ৫ শত ৮০জন। মৌলভীবাজারে  একই সাথে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। এ বছর এ প্লাস পেয়েছেন ২শত ৭ জন। ছেলে ১১০জন মেয়ে শিক্ষার্থী ৯৭জন। জেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ময়নুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। সিলেট বোর্ডের অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে পাশ করেছে ৫১ হাজার ১২৪ জন। এদের মধ্যে ছেলে ২২ হাজার ৪৯০ জন এবং মেয়ে ২৮ হাজার ৬৩৪ জন।

এ বছর বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৯৪৪ জন, মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৯১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের পাসের হার ৬৭.০৫ শতাংশ। ২০১৮ সালে পাশের হার ছিল ৬২.১১ শতাংশ। তবে গতবারের তুলনায় এবার পাশের হার বেড়েছে।

Post a Comment

Previous Post Next Post