নিখোঁজ ৩ শিক্ষার্থীর মধ্যে একজনের লাশ উদ্ধার


অনলাইন ডেস্কঃ সাভারের ব্যাংক টাউনে ধলেশ্বরীর শাখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ধানমণ্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষার্থীর মধ্যে আকাশ নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার বেলা ১১টায় সাভার ব্যাংক টাউন এলাকার পাগলার মোড় থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এখনও ওই কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী (১৭) ও রাজন (১৭) নিখোঁজ রয়েছেন।

আজ সকাল থেকে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করে সাভার ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বেলা ১১টার দিকে আকাশের লাশ উদ্ধার করা হয়।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা লিটন আহমেদ জানান, সকালে অভিযানে নেমে নিখোঁজ একজনের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওই শিক্ষার্থীর নাম আকাশ। বাকিদের উদ্ধারের জন্য এখনও অভিযান চলছে।

উল্লেখ্য, গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ধানমণ্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১২ শিক্ষার্থী সাভার ব্যাংক টাউন এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নামেন।

এ সময় মেহেদী (১৭), আকাশ (১৮) ও রাজন (১৭) স্রোতে ভেসে নদীতে নিখোঁজ হয়।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারকাজ শুরু করে। শনিবার রাত ৯টা পর্যন্ত চলে তাদের উদ্ধার অভিযান। পরে বৈরী আবহাওয়া ও রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়।

তবে নিখোঁজ বাকি দুজনকে খুঁজে না পাওয়া পর্যন্ত তাদের উদ্ধার অভিযান চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।

Post a Comment

Previous Post Next Post