২৩ দিনে ৬৫ জেলে গ্রেফতার, ৫০ লাখ মিটার জাল জব্দ


অনলাইন ডেস্ক: বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, মুন্সীগঞ্জ, বরগুনা ও পটুয়াখালীসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ২৩ দিনে ৬৫ জেলেকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। ১ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত চলা এ অভিযানে ৫০ লাখ ৮৯ হাজার ৭০০ মিটার জাল ও ৩২৭ কেজি মাছ জব্দ করা হয়েছে। নৌ-পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা অবৈধ মাছ শিকারী, নিষিদ্ধ জাল ব্যবহার ও মাদকসহ নৌ-পথের বিভিন্ন অপরাধে জড়িত।

নৌ-পুলিশের অতিরিক্ত এসপি (মিডিয়া) ফরিদা পারভিন জানান, গত ২৩ দিনের অভিযানে ৬৫ জন জেলেকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ২৮ জনকে ৬১ হাজার টাকা জরিমানা, ৪ জনকে ১ মাসের কারাদণ্ড, ১১ জনকে থানায় হস্তান্তর এবং ২২ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অভিযানে ১৩টি নৌকা, ১টি ট্রলার, একজনের মৃতদেহ ও ১৫০ কেজি পাঙ্গাস মাছের পোনা উদ্ধার করা হয়।
এছাড়াও গত ১ মে থেকে ২১ জুলাই পর্যন্ত রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে বিশেষ অভিযানে ১ লাখ ১৭ হাজার মিটার জাল, ১৯৬ কেজি মাছ, ২৭টি নৌকা, ২টি ট্রলার, ৩০০টি মাছ ধরার বর্ষি এবং ১টি মোটরসাইকেল, ২টি ফ্রিজ ও ২১২ প্রজাতির মাছ উদ্ধার করা হয়। অভিযানে ৯ জন জেলেকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩১ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post