কাশ্মীরে পাক ভারত দু’পক্ষই দোষী: জাতিসংঘ


অনলাইন ডেস্ক: কাশ্মীরের উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারত-পাকিস্তান উভয় দেশকেই দুষল জাতিসংঘের মানবাধিকার শাখা।
এ অঞ্চলে সংঘাতের ঘটনায় সোমবার আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে জাতিসংঘ হাইকমিশনার ফর হিউম্যান রাইটস (ইউএনএইচসিআর)।

এএফপি জানায়, গত বছরের জুনে প্রকাশিত ইউএনএইচসিআরের রিপোর্টে ভারত এবং পাকিস্তান- দুই দেশেরই তীব্র সমালোচনা করা হয়। বলা হয়, ‘দুই দেশই কাশ্মীরের ওপর নিজেদের কর্তৃত্ব দাবি করে।

গত কয়েক দশক ধরে সেখানে লড়াই চালিয়ে যাচ্ছে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো। ভারতের হাত থেকে স্বাধীনতার দাবি করে আসছে তারা। আবার দাবি উঠছে পাকিস্তানের সঙ্গে মিশে যাওয়ারও।’

সোমবার ইউএনএইচসিআর দফতর জানায়, ‘প্রধান ইস্যু সমাধানে এখনও কোনো পদক্ষেপ নেয়া হয়নি।’ জাতিসংঘের এ রিপোর্ট খারিজ করে দিয়েছে দিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেন, ‘জম্মু-কাশ্মীর নিয়ে আগের রিপোর্টটি উদ্দেশ্যপ্রণোদিত, প্রতারণাপূর্ণ ছিল। নতুন সংস্করণেও সেই ধারাবাহিকতাই বজায় রয়েছে।

Post a Comment

Previous Post Next Post