জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবির আর নেই


নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবিরের (৭৫) মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজিউন)। আজ সোমবার সকালে রাজধানীর ধানমন্ডির একটি ক্লিনিকে মারা যান শামীম করিব। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি।

শামীম কবিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, তার মৃত্যুতে আমরা শোকাহত। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে যা যা করা প্রয়োজন সব করা হবে।

১৯৭৭ সালে ইংল্যান্ডের এমসিসি দলের বিপক্ষে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেন শামীম কবির। এর মাধ্যমে তিনিই হয়ে যান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক।
১৯৪৫ সালে নরসিংদীতে জন্ম নেওয়া শামীম কবিরের আসল নাম আনোয়ারুল কবির। পূর্ব পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন ৬০ দশকের মাঝামাঝি পর্যন্ত।

১৯৮২ ও ১৯৮৬ সালের আইসিসি ট্রফিতে পালন করেন বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব। ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৯ সালে জাতীয় পুরস্কার দেয়া হয় তাকে।

Post a Comment

Previous Post Next Post