সাকিব দল পরিবর্তন করে যোগ দিয়েছেন রংপুর রাইডার্সে


স্পোর্টস ডেস্কঃ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান হুট করেই দল পরিবর্তন করে যোগ দিয়েছেন রংপুর রাইডার্সে।

বুধবার (৩১ জুলাই) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিবের সঙ্গে রংপুর রাইডার্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বসুন্ধরা গ্রুপের ভাইস-চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসবির আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেন।

২০১৬-১৭ মৌসুম থেকে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

টুর্নামেন্টের চতুর্থ আসরে রাজধানীর দলটিতে যোগ দিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে শিরোপা লাভ করেন।

২০১৭-১৮ ও ২০১৮-১৯ মৌসুম পর পর দুই বার ফাইনালে উঠেও শেষ পর্যন্ত শিরোপা বঞ্চিত হয় সাকিবের ঢাকা।

যদিও ২০১৫/১৬ মৌসুমে রংপুর রাইডার্সের হয়েই বিপিএলে অংশ নেন সাকিব।

প্রসঙ্গত, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুরু হচ্ছে চলতি বছরের ৬ ডিসেম্বর থেকে। কয়েক দিন আগেই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। জমকালো টি-টোয়েন্টির এই আসরে এবার উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে বলে জানানো হয়। ৩ ডিসেম্বর আয়োজন উদ্বোধন করা হবে বিপিএলের সপ্তম আসর। এ নিয়ে ক্রিকেট প্রেমীদের মনে বাড়তি আগ্রহ। এরই মধ্যে বিশ্ব ক্রিকেটের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার আগ্রহ প্রকাশ করেছেন জনপ্রিয় এই টুর্নামেন্টে অংশ নিতে। অনেকে চুক্তিও সেরে ফেলেছেন। এবার আরেক চমক।

Post a Comment

Previous Post Next Post