‘গুজবের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন’


অনলাইন ডেস্ক: গুজব ছড়ানোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সমাজের সব শ্রেণী-পেশার মানুষকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)। পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধ ও চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুলাই) প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তর নিয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এসব বিষয়ে নির্দেশনার কথা জানানো হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ’র (বিআইডিএ) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম বক্তব্য রাখেন।

সমন্বয় সভা শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনকে ডেঙ্গু প্রতিরোধে তাদের মশক নিধন অভিযানকে জোরদার করার আহবান জানানো হয়েছে। হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর প্রতি বিশেষ নজর প্রদানে প্রতিটি হাসপাতালে বিশেষ মেডিক্যাল টিম গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে বৃহস্পতিবার (২৫ জুলাই) থেকে ডেঙ্গু প্রতিরোধে ‘সচেতনতা সপ্তাহ’ পালনের সিদ্ধান্ত হয়। যার মধ্যে রয়েছে লিফলেট বিতরণ, মাইকিং এবং গণমাধ্যমে প্রচারণা চালানো।

তিনি বলেন, পদ্মাসেতু নির্মাণের জন্য মানুষের মাথার প্রয়োজন বলে সারাদেশে গুজব ছড়ানো ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি (চেয়ারম্যান, মেম্বর, গ্রামপ্রধান), শিক্ষক, মসজিদের ইমাম, স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যদের সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। জনগণকে যেকোন ধরনের গুজব সম্পর্কে সজাগ করে তুলতে গণমাধ্যমকে বিশেষ ভূমিকা পালনের আহবান জানানো হয়।

দেশের চলমান বন্যা সম্পর্কে বৈঠকে বলা হয়, প্রকৃত দুর্গতদের মধ্যে যথাসময়ে বিভিন্ন ত্রাণ সামগ্রী যেমন- চাল, বিশুদ্ধ খাবার পানি, শুকনো এবং রান্না করা খাবার পৌঁছে দিতে হবে। বন্যা দুর্গত এলাকায় যাতে রোগ-জীবাণু না ছড়িয়ে পড়তে পারে সেজন্য মেডিক্যাল টিম গঠন এবং বন্যার পর দ্রুত পুনর্বাসনের উদ্যোগ গ্রহণে প্রস্তুত থাকার আহবান জানানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post