ইবোলা নিয়ে 'বৈশ্বিক জরুরি অবস্থা' ঘোষণা


অনলাইন ডেস্ক: আফ্রিকার দেশ কঙ্গোতে প্রাণঘাতী ইবোলা মহামারীকে একটি 'বৈশ্বিক জরুরি অবস্থা' হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, এটি এখন একটি "আন্তর্জাতিক পর্যায়ের জনস্বাস্থ্য সংকট।"

জেনেভাতে এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গিব্রাইয়াসুস এই জরুরি অবস্থার ঘোষণা দেন। যদিও সীমান্ত বন্ধ করে দেবার ব্যাপারে এখনই কিছু বলা হয়নি। খবর বিবিসির।

তবে ইবেলা ইস্যুতে এমন ঘোষণা প্রথম নয়। এর আগেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমন সতর্কতা তিনবার দেওয়া হয়েছে। 
তার একটি ছিল পশ্চিম আফ্রিকাতে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত চলা ইবোলার প্রাদুর্ভাবে ১১ হাজার মানুষের মৃত্যুর পর। কঙ্গোতে ইবোলা সংক্রমণে এ পর্যন্ত ১৬০০ লোকের মৃত্যু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান গিব্রাইয়াসুস সংবাদ সম্মেলনে বলেছেন, "বিষয়টিতে বিশ্ববাসীর নজর দেয়ার সময় এসেছে। তার এই ঘোষণার ফলে সেটি হয়ত কিছুটা সম্ভব হবে বলেও মনে করেন তিনি।

Post a Comment

Previous Post Next Post