রেকর্ড গড়ার জন্য বিশ্বকাপ খেলতে আসিনি- রোহিত শর্মা


স্পোর্টস ডেস্কঃ চলতি বিশ্বকাপে অন্যতম শক্তিশালী দল ভারত। দারুণ ছন্দে আছে দলটির খেলোয়াড়রা। এরই মধ্যে চলতি বিশ্বকাপে পঞ্চম সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েছেন রোহিত শর্মা। ভাঙেছেন কুমার সাঙ্গাকারা ও রিকি পন্টিংয়ের রেকর্ড।

এ ব্যাপারে রোহিত বলেন, ‘‘রেকর্ড গড়ার জন্য বিশ্বকাপ খেলতে আসিনি। আমার পরিকল্পনা একটাই। ভাল ব্যাট করে শেষ ম্যাচ পর্যন্ত ভারতকে জেতানো। পিচের মাঝে যতক্ষণ থাকি চেষ্টা করি, প্রত্যেকটি শট যেন ঠিক মতো টাইমিং করা যায়। আগের মতো তাড়াহুড়ো করা বন্ধ করে দিয়েছি। আগে প্রচুর ভুল করেছি। সেখান থেকেই শিক্ষা নিয়েছি। আর যা-ই হোক শুরুতে তাড়াহুড়ো করা চলবে না।’’

টানা তিন ম্যাচে সেঞ্চুরি করার পরে অনুভূতি কী রকম? রোহিতের উত্তর, ‘‘প্রত্যেক দিন সকালে উঠে ভাবি, আজ আমার প্রথম ম্যাচ। এত দিন কোন সেঞ্চুরি করতে পারিনি, কোন হাফসেঞ্চুরিও নেই। আজই সেই দিন। নিজের সেরাটা দেব। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচেও সেটা মাথায় রেখেই নেমেছিলাম।’’
উল্লেখ্য,  শনিবার লিডসে শ্রীলঙ্কাকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারায় টিম ইন্ডিয়া। লঙ্কানদের করা ২৬৪ রানের জবাবে দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুলের সেঞ্চুরিতে ভারত সহজ জয় তুলে নেয়।

Post a Comment

Previous Post Next Post