শেখ হাসিনা-শি জিনপিং বৈঠক

অনলাইন ডেস্ক: বেইজিং সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) স্থানীয় সময় বিকেলে বেইজিংয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইয়ুনতাইয়ে দু’জন এই বৈঠক করেন।

বৈঠক শেষে চীনের প্রেসিডেন্টের দেওয়া নৈশভোজে যোগ দেবেন বাংলাদেশ সরকারপ্রধান।

এর আগে বৃহস্পতিবার (৪ জুলাই) চীন সরকার ও সিপিসির কার্যালয় ভবন ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেখানে দু’দেশের মধ্য নয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক যোগাযোগ বিভাগের প্রধান সং তাও-ও। ওই সাক্ষাৎ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী ‘গ্রেট হল অব দ্য পিপল’ প্রাঙ্গণে চীনা বিপ্লবের বীরদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

Post a Comment

Previous Post Next Post