কুলাউড়ার অনলাইন এক্টিভিস্টদের কমিটি ঘোষণা


বিশেষ প্রতিনিধিঃ সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা কুলাউড়ার এক ঝাঁক তরুণ অনলাইন এক্টিভিস্টদের নিয়ে গড়ে উঠেছে কুলাউড়া অ্যাসোসিয়েশন অফ ইউরোপ। অনলাইন ভিত্তিক এই সংগঠনটির উদ্যোক্তা হলেন ইউরোপে বসবাসরত অনলাইন অ্যাক্টিভিস্ট আব্দুল মোমিত রোমেল। সোশ্যাল মিডিয়া সহ তিনি বাংলাদেশের জাতীয় পত্রিকা ডেইলি মানবজমিন থেকে শুরু করে ইউরোপের নামকরা বেশ কয়েকটি অনলাইন পোর্টাল এবং অনলাইন টিভির সাথে কাজ করছেন দীর্ঘদিন থেকে।ইতিমধ্যে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে এর শাখা কমিটি করার উদ্যোগ নেওয়া হয়েছে।এরই ধারাবাহিকতায় কুলাউড়া অ্যাসোসিয়েশন অফ ইউরোপের অনলাইন অ্যাক্টিভিস্টরা এবং বাংলাদেশের অনলাইন অ্যাক্টিভিস্টরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করে বাংলাদেশ শাখার অনলাইন এক্টিভিস্টদের তালিকা ঘোষণা করেন। কুলাউড়া অ্যাসোসিয়েশন অফ ইউরোপ, বাংলাদেশ শাখার প্রেসিডেন্ট নির্বাচিত হন- অভিষেক শুভ্র ,স্টাফ রিপোর্টার ( ক্রাইম) ডেইলি মানবজমিন। জেনারেল সেক্রেটারী নির্বাচিত হন: সাংবাদিক নাজমুল বারী সোহেল ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন,মাহফুজ শাকিল কুলাউড়া প্রতিনিধি- দৈনিক কালের কণ্ঠ ।ভিডিও কনফারেন্সে যুক্ত হন স্পেন থেকে আতিকুল ইসলাম লিটু,ফ্রান্স থেকে আব্দুল মোমিত রোমেল ,জুয়েল মাহমুদ, পর্তুগাল থেকে সাইফুল, সিদ্দিক, হাঙ্গেরি থেকে আফসার, লন্ডন থেকে ইমরান শফি ও রাশু, বেলজিয়াম থেকে জাবেদ, সুইজারল্যান্ড থেকে মাহবুব ,নেদারল্যান্ড থেকে আশফাক,ইতালি থেকে আফজাল, অস্ট্রিয়া থেকে শিপন ,গ্রিস থেকে ওবায়েদ, নরওয়ে থেকে শুয়েব।এসময় কুলাউড়া অ্যাসোসিয়েশন অফ ইউরোপের সেক্রেটারি আবদুল মোমিত রোমেল এই সংগঠনের আদর্শ উদ্দেশ্য এবং লক্ষ্য গুলো সবার মধ্যে তুলে ধরেন তিনি বলেন এটি হচ্ছে একটি অনলাইন প্লাটফর্ম এখানে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা কুলাউড়ার অনলাইন অ্যাক্টিভিস্টদের এক করে আমরা অনলাইন জগতে একটা নতুন যাত্রা শুরু করতে চাই।অনলাইন প্লাটফর্ম হচ্ছে স্বাধীনভাবে কাজ করার জন্য একটা সময় উপযোগী প্লাটফর্ম যেখানে কারো কাছে কৈফিয়ত দিতে হয় না ।স্বাধীনভাবে কাজ করা যায় নিজের ইচ্ছা মতো নিজের পছন্দমত নিজের মেধা নিজের বিবেক সবকিছু মিলিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় একটা সমাজকে একটা রাষ্ট্রকে একটা জাতিকে। অনলাইন এ জগতে ওয়েবসাইট কিংবা ইউটিউব বা ফেইসবুক বিশ্বের সব নাগরিকের জন্য উন্মুক্ত শুধু আপনাকে এর ট্রাম এবং কন্ডিশন গুলো যথাযোগ্যভাবে পালন করে এর ব্যবহার করতে হবে এবং আপনি অনলাইনের মাধ্যমে ইনকাম করতে পারেন।আমরা ইউরোপ বা বিশ্বের বিভিন্ন দেশে যারা বিলাসিতা জীবন যাপন করি তা পরিহার করে এর একটি অংশ যদি আমরা আমাদের এলাকায় গরিব অসহায় মানুষের উন্নত চিকিৎসার জন্য একটি উন্নতমানের মেডিকেল ইউনিভার্সিটি যদি করে দিতে পারি এই সংগঠনের মাধ্যমে তাহলে সেটাই হবে আমাদের সার্থকতা ।দীর্ঘদিন থেকে ইউরোপে যারা আমরা অনলাইনে কাজ করছি অনলাইন থেকে আমরা ভালো একটা উপার্জন করতে পারি তার কিছুটা দিয়ে হলেও আমরা আমাদের দেশ সমাজ এবং জাতির জন্য কিছু করে যেতে চাই এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য।

Post a Comment

Previous Post Next Post