কুলাউড়ায় তিনটি রাস্তার ভিত্তি প্রস্থর স্থাপন করলেন সুলতান মনসুর

স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলায় তিনটি রাস্তার সংষ্কার ও পাকাকরনের কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। শনিবার দুপুরে জয়চন্ডি ইউনিয়নের পুষাইনগর-নবাবগঞ্জ (ভুকশিমইল) সড়কের ৯ কোটি ৭৮ লক্ষ টাকা ব্যায়ে ৮.৫৫ কিলোমিটার রাস্তার সংষ্কার ও কুলাউড়া সদর ইউনিয়নের প্রতাবী (চৌধুরী বাজার) – কালিটি সড়কের ১ কোটি ৩৩ লক্ষ টাকা ব্যায়ে ১.৭ কিলোমিটার রাস্তা পাকাকরন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন ডাকসুর সাবেক ভিপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি।
জয়চন্ডি ইউনিয়নের পুষাইনগর- নবাবগঞ্জ (ভুকশিমইল) সড়কের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়চন্ডী ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, ভুকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সহিদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির, হোসেন মনসুর, উস্তার মিয়া প্রমুখ ও কুলাউড়া সদর ইউনিয়নের প্রতাবী (চৌধুরী বাজার) – কালিটি সড়কের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সহিদ, হোসেন মনসুর প্রমুখ।


এছাড়া গত শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাজার- ফেঞ্চুগঞ্জ সড়কের ৮ কোটি ২০ লক্ষ টাকা ব্যায়ে ১৬ কিলোমিটার রাস্তা সংষ্কার কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন জননেতা ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক, উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ সাদি উর রহিম জাদিদ, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী ইসতিয়াক হাসান, ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সহিদ, হোসেন মনসুর, আব্দুল মতলিব, আহবাব রাসেল,  উস্তার মিয়া প্রমুখ। 

Post a Comment

Previous Post Next Post