বিক্ষোভে ফের উত্তাল জর্জিয়ার রাজপথ


অনলাইন ডেস্কঃ সরকার বিরোধী বিক্ষোভে ফের উত্তাল জর্জিয়া। শনিবার আন্দোলনে যোগ দিতে রাজধানী তিবলিসির পথে নামে হাজার হাজার নাগরিক। দেশটির দুই অঞ্চল থেকে রুশ সেনা প্রত্যাহার ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানায় বিক্ষোভকারীরা।

এসময় রুশবিরোধী শ্লোগানও দেয় তারা। বর্তমান সরকারকে রুশপন্থি বলে অভিযোগ জানায় বিক্ষোভকারীরা। আগাম নির্বাচনের দাবি জানায় অনেকে।

চলতি মাসে দেশটির পার্লামেন্টে রুশ আইনপ্রণেতার বক্তব্য দেয়াকে কেন্দ্র করে আন্দোলনের সূত্রপাত। তীব্র গণআন্দোলনের মুখে পদত্যাগ করেন দেশটির স্পীকার।
গত সপ্তাহে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ হয় আন্দোলনকারীদের।

২০০৮ সালের যুদ্ধে জয়ের পর জর্জিয়ার দক্ষিণ ওসেটিয়া ও আবজাখিয়া দখলে নেয় রাশিয়া। সেই থেকে রুশ সেনা মোতায়েন আছে অঞ্চল দুটিতে।

Post a Comment

Previous Post Next Post