বিডিমেইল প্রতিবেদক :: দেশ থেকে বছরে ৫শ’ থেকে ১ হাজার কোটি টাকার বিজ্ঞাপন বিদেশে চলে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, এর সঙ্গে সুকৌশলে অর্থও পাচার হয়ে যাচ্ছে। এতে করে বিজ্ঞাপনের বাজার ছোট হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের গণমাধ্যম। এটা বাংলাদেশ ক্যাবল নেটওয়ার্ক আইনের পরিপন্থি। কঠোরভাবে এ আইনের বাস্তবায়ন করা হবে।
বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে একটি দৈনিক পত্রিকার সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ক্যাবল নেটওয়ার্ক পরিচালনার বিষয়ে ২০০৬ সালে ক্যাবল নেটওয়ার্ক আইন করা হয়। এ আইনের উপ-ধারা ১৯ এর ১৩ অনুচ্ছেদে স্পষ্ট উল্লেখ রয়েছে- ‘বাংলাদেশে ডাউনলিংকৃত বিদেশি টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করা যাবে না। এটা শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর সব দেশেই নিষিদ্ধ। বিদেশে যারা আমাদের দেশের চ্যানেল দেখেন, তারা কিন্তু আমাদের চ্যানেলে প্রচার হওয়া বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন না। এ আইন আগে উপেক্ষিত হয়েছে। এখন সরকার কঠোরভাবে ক্যাবল নেটওয়ার্ক আইন বাস্তবায়ন করবে।
ড. হাছান মাহমুদ বলেন, আইন ভঙ্গ করায় অর্থাৎ বাংলাদেশে ডাউনলিংককৃত বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের অপরাধে দুটি পরিবেশক (ডিস্ট্রিবিউটর) সংস্থাকে শোকজ করা হয়েছে। ১ এপ্রিল দেয়া এই শোকজ লেটারের আগামী ৭ দিনের মধ্যে এই জবাব দিতে বলা হয়েছে। এতে ব্যত্যয় হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
জি নেটওয়ার্কের প্রচারণা বাংলাদেশে দেখা না যাওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার কখনো ডাউনলিংক করে না। সুতরাং সরকার কোন চ্যানেল বন্ধ করেনি।