বিডিমেউল ডেস্ক :: আইপিএলে শুরু থেকে খেলছেন বিরাট কোহলি। শুরু থেকেই আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। সময়ের পরিক্রমায় তরুণ ব্যাটসম্যান থেকে ভিড়েছেন বিশ্বসেরার কাতারে। সামলাতে হচ্ছে বেঙ্গালুরু অধিনায়কের দায়িত্বও। কাল এই পথে কলকাতার বিপক্ষে ৮৪ রানের ইনিংস দিয়ে কোহলি টপকে গেছেন সুরেশ রায়নাকে। আইপিএলে সর্বোচ্চ রানসংগ্রাহক (৫১১০) এখন কোহলি। কিন্তু ম্যাচ শেষে এ নিয়ে তাঁর গর্বের সুযোগটা থাকেনি। সেটি শুধু দলের হারের জন্য নয়, নিজে সর্বোচ্চসংখ্যক হারের রেকর্ড গড়ার জন্যও!
কোহলির নামের পাশে এমনকিছুই সত্যিই বিব্রতকর। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ হারের রেকর্ড এখন তাঁর! এ পর্যন্ত ৮৬ ম্যাচ হেরেছেন কোহলি। তবে কাল কোহলির বেঙ্গালুরুর কাছে যদি কলকাতা হারত, তবে রেকর্ডটা কোহলির নয়, হতো কলকাতা নাইট রাইডার্সের রবিন উথাপ্পার। ২০১৪ সাল থেকে কলকাতার হয়ে খেলা ও আগে বেঙ্গালুরু, পুনে ও মুম্বাইয়ের হয়ে খেলা এই তারকা আইপিএলে ৮৫ ম্যাচ হেরেছেন।
এই তালিকায় ভারতীয় অধিনায়কের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই সহ-অধিনায়ক। মুম্বাই ইন্ডিয়ানসের রোহিত শর্মা আছেন তালিকার তিনে। আইপিএলে এ পর্যন্ত ৮১ ম্যাচ হেরেছেন রোহিত। এরপর আছেন যথাক্রমে কলকাতার দীনেশ কার্তিক (৭৯), দিল্লির অমিত মিশ্র (৭৫) ও বেঙ্গালুরুর এবি ডি ভিলিয়ার্স (৭৫)।