ভোক্তা অধিকার আইনে ২২ হাজার টাকা জরিমানা


বিশেষ প্রতিনিধিঃ সদর উপজেলার প্রেস ক্লাব মোড়, চৌমুহনাসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার ৩ এপ্রিল ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন সদর মডেল থানা পুলিশ ফোর্স। অভিযানকালে প্রেস ক্লাব মোড়ে অবস্থিত বাচ্চু মিয়ার মাংসের দোকানকে ২ হাজার টাকা, চৌমুহনাতে অবস্থিত মামার বাড়ি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকাসহ মোট  ২২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে ফ্রিজে পূর্বের মাংস রেখে বিক্রয় করা, ফ্রিজে প্রস্তুতকৃত গ্রিল ও কাঁচা মাংস রাখা, খাবারে মাছি থাকা, নোংরা পরিবেশে খাদ্য তৈরি করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।

Post a Comment

Previous Post Next Post