বিশেষ প্রতিনিধিঃ জাতীয়তাবাদী দল বিএনপির কুলাউড়া উপজেলা ও পৌর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সাথে দু’টি শাখায় পৃথকভাবে মোট ২৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদনও দেওয়া হয়েছে।
রোববার (৩১ মার্চ) মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম. নাসের রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের যৌত স্বাক্ষরিত গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটির নেতৃবৃন্দ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্মেলন করে পূর্নাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে। অন্যতায় আহবায়ক কমিটি বিলুপ্ত মনে করে জেলা বিএনপির একক ক্ষমতাবলে একতরফা কমিটি ঘোষণা করবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়।
সূত্র মতে, কুলাউড়া উপজেলা বিএনপির কমিটির বিলুপ্ত করে এড. আবেদ রাজাকে আহবায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৯ মে’র মধ্যে সম্মেলন করে পূর্নাঙ্গ কমিটি গঠন করতে হবে। কমিটির যুগ্ম আহবায়ক হলেন আলমগীর হোসেন ভূইয়া ও হাজী রফিক আহমদ।
আহবায়ক কমিটির অনান্য সদস্যরা হলেন- কামাল উদ্দিন আহমদ জুনেদ, আশরাফ আলী চৌধুরী, জয়নাল আবেদিন বাচ্চু, বদরুজ্জামান সজল, এম. এ. মজিদ, মো. রেদওয়ান খান, জয়নুল ইসলাম জুনেদ, মাহমুদ আলী, জয়নাল আবেদিন খাঁন, মঈনুল হক বকুল, হাজী রফিক মিয়া ফাতু, শেখ শহীদুল ইসলাম।
এদিকে কুলাউড়া পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করে ওলিউর রহমান চৌধুরী শিবলুকে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটি আগামী ৩০ এপ্রিলের মধ্যে সম্মেলন করে পূর্নাঙ্গ কমিটি করতে বলা হয়েছে।
আহবায়ক কমিটির সদস্য হলেন- শামীম আহমদ চৌধুরী, মুজিবুল আলম সোহেল, খন্দকার মুহিবুর রহমান মলাই, আব্দুল গাফফার চৌধুরী, ফয়জুর রহমান গোলাপ, হারুনুর রশিদ, রাসেল আহমদ চৌধুরী, কায়সার আরিফ, শামীম আহমদ, শফিকুল ইসলাম শামীম।