লিটল স্টার একাডেমির ১২ শিক্ষার্থীর বৃত্তি লাভ


নাজমুল বারী সোহেলঃ লিটল স্টার একাডেমিতে প্রতি বছরের ন্যায় এ বছর ও প্রাথমিক সমাপনী পরীক্ষায় চমক দেখিয়েছে। প্রাথমিক সমাপনীতে কুলাউড়ায় লিটল স্টার একাডেমীর ১২জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছেন।

২০১৮সনের প্রাথমিক বৃত্তিতে এ প্রতিষ্ঠানের টেলেন্টপুলে বৃত্তি প্রাপ্ত ৬জন শিক্ষার্থী হলেন মোতাহার উদ্দিন, ফারদিন কাওসার,তানিম, সাঈফ হোসেন সাদি, ইশরাত রহমান সামিহ, তাসনিয়া রশিদ প্রৗতি, ফাতেমা আক্তার পারবিন, এবং সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত ৬জন শিক্ষার্থী হলেন নোমান আহমদ ইনসান, নাদিমুল হক, মেহেরাব ইসতিয়াক মাহের, নবনীতা চক্রবর্তী, আয়েশা সিদ্দিকা মাইশা, ও ফাছিহা জান্নাত খাঁন লুবনা।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে গত ২৯মার্চ ২০১৯ইং শুক্রবার  বিকাল ৩টায় উছলাপাড়াস্থ লিটল স্টার একাডেমি মিলনায়তনে বৃত্তিপ্রাপ্ত ১২জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে একাডেমির পরিচালক মোঃ আব্দুল হান্নান  এর সভাপতিত্বে এবং অন্যতম পরিচালক জসীম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন শিক্ষক ও অধ্যক্ষ হিফজুল এনাম খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলার প্রবীন শিক্ষক বিজয় ভূষণ পাল, জুড়ী টিএনখানম কলেজের উপাধ্যক্ষ ফরহাদ আহমদ, অভিভাবক সদস্য আজিজুর রহমান, নোমান আহমদ, শিক্ষক তানজিনা বেগম, প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিদায়ী কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

Post a Comment

Previous Post Next Post