জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার নির্বাচিত হলেন জাদিদ


নাজমুল বারী সোহেল: কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদি-উর রহিম জাদিদকে ভূমি সেবা সপ্তাহ ২০১৯ এ রাজস্ব প্রশাসনে অনন্য অবদানের জন্য মৌলভীবাজার জেলার “শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি)” হিসেবে নির্বাচিত করা হয়েছে। জেলার চৌকস অফিসার হিসাবে দায়িত্বপালনে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ২৮ এপ্রিল রোববার মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম জেলা প্রশাসক হলরুমে তাকে সনদপত্র ও এ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করেন। এ সময় মৌলভীবাজার জেলার অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশরাফুল আলমসহ জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাদি-উর রহিম জাদিদ ২০১২ সালে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স সম্পন্নের পর ৩৩ তম বিসিএস দিয়ে ২০১৪ সালে সরকারী চাকুরীতে যোগদান করেন। চাকুরীতে যোগদানের পর তিনি নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার পদে দায়িত্ব পালনের পর ২০১৭ সালে পদোন্নতি পেয়ে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেন। সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার অধিবাসী সাদি-উর রহিম জাদিদ সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আগামীতে দেশ সেরা কর্মকর্তা হওয়ার জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

Post a Comment

Previous Post Next Post