মঙ্গলবার শপথ নিচ্ছেন সিলেট-২ এর মোকাব্বির


নিজস্ব প্রতিবেদক :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান আগামীকাল মঙ্গলবার শপথ গ্রহণ করছেন। জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাকে শপথ পাঠ করানো হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ পাঠ করাবেন।

আজ সোমবার জাতীয় সংসদের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জনসংযোগ অধিশাখা জানায়, মঙ্গলবার দুপুর ১২টায় মোকাব্বির খানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সিলেট বিভাগে গণফোরাম থেকে নির্বাচিত দুই সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খানের শপথ ঘিরে জল অনেক ঘোলা হয়েছে। তাঁরা শপথ নিচ্ছেন কি না, এ বিষয়টি নিয়ে নানামুখী বক্তব্য আসে জাতীয় ঐক্যফ্রন্টভুক্ত দলগুলোর নেতাদের কাছ থেকে। সর্বশেষ গত ৭ মার্চ তাঁদের দু’জনের শপথ গ্রহণের কথা ছিল।

তবে একেবারে শেষমুহুর্তে মত পাল্টান সিলেট-২ আসন নির্বাচিত সাংসদ মোকাব্বির খান। সাংসদ হিসেবে ‘অনির্বার্য কারণবশত’ শপথ গ্রহণ না করার সিদ্ধান্ত জানান তিনি। তবে শপথ গ্রহণ করেন মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত সুলতান মনসুর।

Post a Comment

Previous Post Next Post