ভোলায় কোটি টাকার বিরল প্রজাতির ‘তক্ষক’


ভোলা প্রতিনিধি :: ভোলায় পাওয়া গেছে কোটি টাকার বিরল প্রজাতির ‘তক্ষক’। স্থানীয়রা ধারণা করছেন তক্ষকটির মূল্য কয়েক কোটি টাকা হতে পারে।

শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যার দিকে ভোলা সদরের ধনিয়া এলাকা থেকে এ তক্ষকটি উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত তক্ষকটি পুলিশ ও বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে তক্ষকটি উদ্ধারের ঘটনায় শহর জুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এটি দেখার জন্য উৎসুক মানুষ ভিড় জমে ওঠে।

ধনিয়া ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন কবির জানান, দুপুরে দিকে গুলি ব্র্যাক সেন্টার সংলগ্ন এলাকায় একটি গাছে তক্ষক সাদৃশ্য দেখতে পেয়ে জৈনক দুই ব্যক্তি সেটিকে আটক করে। এ সময় স্থানীয়দের মাঝে হট্টগোল ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এটি সন্ধ্যায় পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয়রা।

ভোলা সদর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, এটি প্রাথমিকভাবে ‘তক্ষক’ বলে নিশ্চিত হওয়া গেছে। প্রায় ১০ ইঞ্চি লম্বা ও ২০০-৩০০ গ্রাম ওজনের এ তক্ষকটি কর্ডোটা পর্বের প্রাণী। এর বৈজ্ঞানিক নাম জিকো। মেডিসিন তৈরিতে এ জাতীয় প্রাণী ব্যবহৃত হয়। যা থাইল্যান্ড ও জাপান সহ বিভিন্ন দেশে ব্যাপক চাহিদা রয়েছে।  রবিবার (৭ এপ্রিল) সকালে এ প্রাণীটিকে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।

ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক বলেন, এটি তক্ষক বলে নিশ্চিত হওয়া গেছে। তক্ষকটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করে সেটির বিষয়ে সিদ্ধান্ত নিবে।

Post a Comment

Previous Post Next Post