কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবসে মানববন্ধন


বিশেষ প্রতিনিধিঃ কুলাউড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার কুলাউড়া উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
ইউএনও মুহাম্মদ আবুল লাইছ এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ষ্টোর কিপার মোঃ জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল হক, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আবুল বাসার, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা আবু তাহের, প্রোগ্রাম অফিসার (ওসিসি) মোঃ আমান উল্লাহ, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা পিয়ারা আক্তার রুবি প্রমুখ। মানববন্ধন কর্মসুচিতে বিভিন্ন সরকারী কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি ও মহিলা সমিতির সদস্যরা অংশ গ্রহন করে। 

Post a Comment

Previous Post Next Post