বিশেষ প্রতিনিধিঃ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কুলাউড়ার তৃণমূল সংগঠন আমরাই তরুণ স্পোর্টিং ক্লাব কতৃক আয়োজিত হয় বয়োজ্যেষ্ঠদের এক ব্যতিক্রমী প্রীতি ক্রিকেট ম্যাচ। ৩৫-৪০ উর্দ্ধ বয়োজ্যেষ্ঠদের অংশগ্রহণে আয়োজিত হয় এ ম্যাচ। যাতে অংশগ্রহণ করে বনগাঁও একাদশ ও বালুচড়া একাদশ। বনগাঁও একাদশ ৫ রানে পরাজিত করে বালুচড়া একাদশ।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্টানে বখতিয়ার লিমনের সভাপতিত্বে ও মেহেদী হাসান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা রাখেন সাংবাদিক সমিতির সভাপতি এম মুক্তাদির হোসেন, বিশেষ অতিথির বক্তৃতা রাখেন কুলাউড়া এসোসিয়েশন ফ্রান্স এর সাধারণ সম্পাদক পারভেজ রাশিদ খাঁন, ইউপি সদস্য নাদিম মাহমুদ রাজু, প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের, কুলাউড়া উপজেলা তাতীঁলীগের যুগ্ম-আহব্বায়ক এম এ গাফফার তোহা, বিশিষ্ট আইনজীবী এডভোকেট তৈমুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আহসান রহমান আখলাছ এবং সংগঠনের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাহিদ আহমেদ।
তাছাড়া উপস্থিত ছিলেন কেসাসের প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন কবির সাহান, সংগঠনের সহসভাপতি শাহাদাত শিমুল, পংকজ পাল, সাংগঠনিক সম্পাদক জেবলু আহমেদ, সদস্য রুহেল আহমেদ, মামুন রুমেল, খোরশেদ আলম শিপু, আরিফ হাসান প্রমুখ। বিপুল উৎসাহে ও ব্যাপক লোক সমাগমে উৎসব মুখর পরিবেশে মানুষজন ম্যাচটি উপভোগ করে।