বিশেষ প্রতিনিধি:
গভীর শ্রদ্ধা আর বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে কুলাউড়ায় পালিত হয়েছে
৪৮তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মঙ্গলবার দিবসের প্রথম প্রহরে শহরের
স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুলেল শুভেচ্ছা জানিয়ে গভীর শ্রদ্ধার মাধ্যমে
দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
শহীদদের
প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন মৌলভীবাজার-২ সংসদীয় আসনের
সাংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সুলতান
মোহাম্মদ মনসুর আহমদ এমপি, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা
মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা পরিষদ, উপজেলা যুবলীগ,
কুলাউড়া প্রেসক্লাব, উপজেলা জাতীয় পার্টি, কুলাউড়া পৌরসভা, উপজেলা বিএনপি,
উদীচীসহ বিভিন্ন সংগঠন।