খায়রুল কবির জাফরঃ
রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর
শোক এবং দুঃখ প্রকাশ করেছেন ডাকসুর সাবেক ভিপি, মৌলভীবাজার -২ (কুলাউড়া)
থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়
স্থায়ী কমিটির সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এমপি।
বৃহস্পতিবার এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন। তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
এছাড়া অগ্নিদগ্ধদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবিও জানান সুলতান মোহাম্মদ মনসুর।
বৃহস্পতিবার এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন। তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
এছাড়া অগ্নিদগ্ধদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবিও জানান সুলতান মোহাম্মদ মনসুর।
এ
ছাড়া অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পরিবারকে যুক্তিযুক্ত ক্ষতিপূরণ দেয়ার
দাবিও জানিয়েছেন তিনি। তদন্তে দুর্ঘটনার জন্য দায়ী অথবা কর্তব্যে অবহেলার
প্রমাণ মিললে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান
সুলতান মোহাম্মদ মনসুর এমপি।
উল্লেখ্য, রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শ্রীলঙ্কান নাগরিকসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে এতে ৭০ জন আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে।
উল্লেখ্য, রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শ্রীলঙ্কান নাগরিকসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে এতে ৭০ জন আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বনানীর ১৭ নম্বর রোডের ওই ভবনটির ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে।